এবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈ

এবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈ
টেস্ট ম্যাচ টি টোয়েণ্টি হিসেবে খেললে এভাবেই প্যাভেলিয়নে ফিরতে হয় । আশাকরি ভাইপো এবং পিসিমনি সেটা বুঝে গেছেন । ত্রিপুরায় ভোট এখনও দেড় বছরের উপর সময় বাকি । আর সেখানে এখন থেকেই তৃণমূল ঝড়ের গতিতে খেলতে গিয়ে ১০ ওভারেই কেল্লা ফতে । সুতারাং যা হওয়ার তাই হল । ভাইপো সমেত দলবলে ত্রিপুরা থেকে ফিরতে হল কলকাতায় ।
এদিকে ত্রিপুরার খেলা শেষ হয়েছে কি হয়নি শোনা যাচ্ছে এবার খেলা আসামে ।আসামে তৃণমূলের তুরুপের তাস তরুণ অখিল গগৈ ।
প্রথমেই ছোট্ট করে জেনে নিন কে এই অখিল গগৈ ? আসামে CAA NRC এর প্রতিবাদ করে জেলে যান । সেখান থেকেই তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়ান এবং জিতেও যান ।
শোনা যাচ্ছে এই অখিল গগৈ কয়েকদিন আগে কলকাতা এসেছিলেন । তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে দেখাও করেছেন ।তারপরেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন । আসামে তৃণমূলের রাজ্যকমিটি নেতৃত্ব দেওয়া জন্য তাঁকে বলা হয়েছে । যদিও এখনও তৃণমূলের তরফ থেকে কোন ঘোষণা করা হয়নি । তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই আসামেও খেলা শুরু হবে । তবে দেখার বিষয় ত্রিপুরা থেকে শিক্ষা নিয়ে সেখানে টেস্ট ম্যাচ খেলবেন নাকি সেখানেও ২০-২০ খেলে দুদিন পর মুখ পুরিয়ে বাড়ি ফিরবেন ?
- A Comprehensive Guide to Car Insurance Online : How to Find the Best Coverage for Your VehicleA Comprehensive Guide to Car Insurance Online : How to Find the Best Coverage for Your Vehicle Car insurance is an essential requirement for every vehicle owner, but the process of finding the right coverage can be a daunting task. With the rise of online services, however, it’s now easier than ever to find and
- স্কুলের মধ্যেই ঘুঘনি বিক্রি করছে ছাত্র-ছাত্রীরা ! কিন্তু কেন ?স্কুলের মধ্যেই ঘুঘনি বিক্রি করছে ছাত্র-ছাত্রীরা ! কিন্তু কেন ? গতকাল আমাদের খবরে উঠে এসেছিল এক মদ্যপ প্রধান শিক্ষকের কথা
- Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।ঘুষ দিয়ে চাকরি পাবো ।মদ খেয়ে স্কুলে যাবো ।।
- হিন্দুত্ব বিরোধী প্রচার বাড়াতে হবে বলল সিপিআইএম ।হিন্দুত্ব বিরোধী প্রচার বাড়াতে হবে বলল সিপিআইএম । হিন্দু ধর্ম সহনশীল । এই সহনশীলতার পরিচয় বাংলাদেশের হিন্দুরা বেশ কয়েক দশক ধরে দিচ্ছে । তসলিমা নাসরিনের লজ্জা কি পড়েছেন ? যদি না পড়েছেন অবশ্যই একবার পরে নেবেন । হিন্দু এবং নাস্তিকদের উপর ইসলামী মৌলবাদীদের অত্যাচারের ঘটনা আপনার গায়ে কাঁটা দেবে । ভাবতে অবাক লাগে ১৯৯৩ সালে
- এবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈএবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈ টেস্ট ম্যাচ টি টোয়েণ্টি হিসেবে খেললে এভাবেই প্যাভেলিয়নে ফিরতে হয় । আশাকরি ভাইপো এবং পিসিমনি সেটা বুঝে গেছেন । ত্রিপুরায় ভোট এখনও দেড় বছরের উপর সময় বাকি । আর সেখানে এখন থেকেই তৃণমূল ঝড়ের গতিতে খেলতে গিয়ে ১০ ওভারেই কেল্লা ফতে । সুতারাং যা হওয়ার তাই