Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।

Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।
ঘুষ দিয়ে চাকরি পাবো ।
মদ খেয়ে স্কুলে যাবো ।।
হ্যাঁ বন্ধুরা যদি চাকরিতে এরকম দুর্নীতি হয় সেক্ষেত্রে শিক্ষকদের নীতি কেমন হবে সে নিয়ে প্রশ্ন থেকেই চাই । তাইতো বারবার প্রশ্ন ওঠে এখন দেখা যায় প্রাথমিকের শিক্ষক ঠিকঠাক যোগ বিয়োগ করতে পারেন না । কখনো বা সাধারণ ইংরেজি বানানে ভুল করেন ।
আবারো এমনই একটি ঘটনা সামনে এলো ঘটনাটি ঘটেছে আরামবাগে ।
স্কুলের প্রধান শিক্ষক মদ খেয়ে স্কুলে আসছেন । ঠিকমতো হাঁটাচলা তো অনেক দূরের ব্যাপার ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না । ঘটনাটি ঘটেছে আরামবাগের বেহাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।
কথা ধরলে প্রায় গত চার বছরে প্রতিনিয়তই তিনি মদ খেয়েই স্কুলে আসেন। এই গুণধর শিক্ষকের নাম অরুন কুমার সিংহ ।
এক অভিভাবক তার সন্তানকে সেই স্কুলে ভর্তি করতে আসেন আর তখনই তিনি দেখেন যে স্কুলের প্রধান শিক্ষক কথা বলা তো দুরস্ত ঠিকমতো দাঁড়াতেই পারছেন না । আর তা দেখেই তিনি বুঝতে পারেন গুণধর শিক্ষক মশাই মদ খেয়ে স্কুলে এসেছেন ।
স্কুলের অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে দেন । অন্যদিকে সেই গুণধর শিক্ষকের দাবি যে পান মশলা খাচ্ছিলেন , আর সে কারণেই হয়তো মুখ থেকে গন্ধ বের হয়েছিল । প্রিয় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিষয়টি কতটা গুরুতর ।
এখন প্রশ্ন যদি স্কুলের প্রধান শিক্ষকই মদ খেয়ে স্কুলে আসেন সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি শিখবে ।
ভিডিওতে দেখুন
- স্কুলের মধ্যেই ঘুঘনি বিক্রি করছে ছাত্র-ছাত্রীরা ! কিন্তু কেন ?স্কুলের মধ্যেই ঘুঘনি বিক্রি করছে ছাত্র-ছাত্রীরা ! কিন্তু কেন ? গতকাল আমাদের খবরে উঠে এসেছিল এক মদ্যপ প্রধান শিক্ষকের কথা
- Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।ঘুষ দিয়ে চাকরি পাবো ।মদ খেয়ে স্কুলে যাবো ।।
- হিন্দুত্ব বিরোধী প্রচার বাড়াতে হবে বলল সিপিআইএম ।হিন্দুত্ব বিরোধী প্রচার বাড়াতে হবে বলল সিপিআইএম । হিন্দু ধর্ম সহনশীল । এই সহনশীলতার পরিচয় বাংলাদেশের হিন্দুরা বেশ কয়েক দশক ধরে দিচ্ছে । তসলিমা নাসরিনের লজ্জা কি পড়েছেন ? যদি না পড়েছেন অবশ্যই একবার পরে নেবেন । হিন্দু এবং নাস্তিকদের উপর ইসলামী মৌলবাদীদের অত্যাচারের ঘটনা আপনার গায়ে কাঁটা দেবে । ভাবতে অবাক লাগে ১৯৯৩ সালে
- এবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈএবার খেলা আসামে । মমতার তুরুপের তাস অখিল গগৈ টেস্ট ম্যাচ টি টোয়েণ্টি হিসেবে খেললে এভাবেই প্যাভেলিয়নে ফিরতে হয় । আশাকরি ভাইপো এবং পিসিমনি সেটা বুঝে গেছেন । ত্রিপুরায় ভোট এখনও দেড় বছরের উপর সময় বাকি । আর সেখানে এখন থেকেই তৃণমূল ঝড়ের গতিতে খেলতে গিয়ে ১০ ওভারেই কেল্লা ফতে । সুতারাং যা হওয়ার তাই
- বিরাট সুখবর ! ডিএলএড ক্যান্ডিডেটদের উঠে গেল NC , প্রকাশিত হল সরকারী অর্ডার !বিরাট সুখবর ! ডিএলএড ক্যান্ডিডেটদের উঠে গেল NC , প্রকাশিত হল সরকারী অর্ডার ! nios deled nc problem solved wb government order release : অবশেষে এলো সুখবর । সরকারী অর্ডার জারি করে NC সঙ্ক্রান্ত সমস্যার সমাধান করা হল । গত ১৬ ই অক্টোবর পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা মিশনের তরফ থেকে অর্ডার জারি করে জানিয়ে দেওয়া হল