EDUCATION

Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।

primary-school-head-sir-came-to-school-in-intoxicated-situation-in-arambag
primary-school-head-sir-came-to-school-in-intoxicated-situation-in-arambag

Primary Education : মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক ! হুলস্থূল কাণ্ড আরামবাগে ।

ঘুষ দিয়ে চাকরি পাবো ।
মদ খেয়ে স্কুলে যাবো ।।

হ্যাঁ বন্ধুরা যদি চাকরিতে এরকম দুর্নীতি হয় সেক্ষেত্রে শিক্ষকদের নীতি কেমন হবে সে নিয়ে প্রশ্ন থেকেই চাই । তাইতো বারবার প্রশ্ন ওঠে এখন দেখা যায় প্রাথমিকের শিক্ষক ঠিকঠাক যোগ বিয়োগ করতে পারেন না । কখনো বা সাধারণ ইংরেজি বানানে ভুল করেন ।

আবারো এমনই একটি ঘটনা সামনে এলো ঘটনাটি ঘটেছে আরামবাগে ।

স্কুলের প্রধান শিক্ষক মদ খেয়ে স্কুলে আসছেন । ঠিকমতো হাঁটাচলা তো অনেক দূরের ব্যাপার ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না । ঘটনাটি ঘটেছে আরামবাগের বেহাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে

কথা ধরলে প্রায় গত চার বছরে প্রতিনিয়তই তিনি মদ খেয়েই স্কুলে আসেন। এই গুণধর শিক্ষকের নাম অরুন কুমার সিংহ ।

এক অভিভাবক তার সন্তানকে সেই স্কুলে ভর্তি করতে আসেন আর তখনই তিনি দেখেন যে স্কুলের প্রধান শিক্ষক কথা বলা তো দুরস্ত ঠিকমতো দাঁড়াতেই পারছেন না । আর তা দেখেই তিনি বুঝতে পারেন গুণধর শিক্ষক মশাই মদ খেয়ে স্কুলে এসেছেন ।
স্কুলের অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে দেন । অন্যদিকে সেই গুণধর শিক্ষকের দাবি যে পান মশলা খাচ্ছিলেন , আর সে কারণেই হয়তো মুখ থেকে গন্ধ বের হয়েছিল । প্রিয় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিষয়টি কতটা গুরুতর ।

এখন প্রশ্ন যদি স্কুলের প্রধান শিক্ষকই মদ খেয়ে স্কুলে আসেন সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি শিখবে ।

ভিডিওতে দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *