পাকিস্তান জানাতে বাধ্য হল ভারতীয় পাইলট অভিনন্দনকে আগামী শুক্রবার মুক্তি দেওয়া হবে
গতকাল ভারতীয় বিমান মিগ -২১ পাকিস্তানের অধিকৃত অংশে ক্রাশ হয় । যেই বিমানের চালক ছিলেন অভিনন্দন কুমার । গতকালই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় পাকিস্তানি বাহিনী ও কিছু সিভিলিয়ান অত্যন্ত অন্যায়ভাবে মারধর করছে । একটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাকিস্থানের আর্মি ।
যদিও পরবর্তিকালে তার আরও একটি ভিডিও ভাইরাল হয় । যেখানে দেখা যায় তাকে বেশকিছু প্রশ্ন করা এবং বীরের মত সেই প্রশ্নের জবাব দিচ্ছেন । যদিও সেই ভিডিওতে তিনি পাকিস্তানের সেনার প্রশংসা করেছেন । যেই ভিডিওটি দেখে দেশবাসীর গর্বে বুক ভরে যায় । গতকাল থেকেই কূটনৈতিকভাবে লড়াই করে যাচ্ছিলেন মোদী সরকার । অবশেষে ভারতীয় কূটনীতির কাছে হার মানতে বাধ্য হল পাকিস্তান ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিল – “শান্তির অঙ্গীকার হিসাবে আগামীকাল ভারতীয় পাইলট অভিনন্দন কুমারকে মুক্তি দেওয়া হবে ।”